সমুদ্রে বিশেষ এক প্রজাতির তিমি মাছ রয়েছে যার নাম Sperm whale বা শুক্রানু তিমি। এই স্পার্ম হোয়েল সমুদ্রের ধারে এসে বমি করে। সময় যেতে যেতে এই বমি পাথরের মত শক্ত আকার ধারণ করে। একেই বলে অ্যাম্বারগ্রীস। এটি সাধারণত চীন, আমেরিকা, মাদাগাসকার, সোমালিয়া এবং আটলান্টিক মহাসাগরের তীরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
দূর্লভ এই অ্যাম্বারগ্রীস থেকেই তৈরি হয় Musk Amber- মেশকে আম্বর আতর।
.
রাসুল (সা.) যে সুগন্ধিগুলো ব্যবহার করতেন, তার আরেকটি হলো আম্বর। হজরত আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল—রাসুলুল্লাহ (সা.) কী ধরনের সুগন্ধি ব্যবহার করতেন। জবাবে তিনি বলেছেন, ‘মেশক ও আম্বরের সুগন্ধি রাসুলুল্লাহ (সা.) ব্যবহার করতেন।’ (নাসায়ি শরিফ, হাদিস : ৫০২৭)
.