গোলাপ পছন্দ করে না এমন মানুষ কি পৃথিবীতে রয়েছে? এই প্রশ্নের উত্তর খুব সহজ হলেও ব্ল্যাক রোজ বা কালো গোলাপ নিয়ে রহস্য ভেদ করা মুশকিল। গোলাপ পবিত্রতার প্রতীক, ভালোবাসার প্রতীক। ঘ্রাণ ও সৌন্দর্যে গোলাপকে টক্কর দেওয়ার মতো কেউ নাই। . মোগলদের হাত ধরেই ভারতীয় উপমহাদেশে গোলাপের যাত্রা শুরু হয়। অনেক কালারে গোলাপ দেখা মিললেও। কালো গোলাপ বা ব্র্যাক রোজের দেখা মেলেনি এখনো। বিজ্ঞানীদের দাবী ব্ল্যাক রোজ বলে কিছু নাই। বরং গাড় বেগুনি কালারের রোজকেই ব্ল্যাক রোজ বলা হয়। এবং এই ব্ল্যাক রোজ শুধুমাত্র তুরস্কে ফোরাত বা ইউফ্রেটিস নদীর পূর্ব উপকূলে সানলুরফা প্রদেশের ফালফেতি জেলাটিতে পাওয়া যায়। . বিশেষজ্ঞরা বলছেন, হালফেতির প্রাকৃতিক বিশুদ্ধতা, উর্বর মাটি ও ভূগর্ভস্থ পানিতে দ্রবীভূত হাইড্রোজেনের আধিক্যের কারণে গোলাপ এখানে কালো রঙ ধারণ করে। তবে প্রাকৃতিক পরিবর্তনের কারণে হালফেতি গোলাপ ক্রমেই বিপন্ন এক প্রজাতিতে পরিণত হচ্ছে। . এই কালো গোলাপের নির্যাস থেকে উৎপন্ন আতর হচ্ছে ব্ল্যাক রোজ। তবে এটি পুরোপুরি সুপার সিন্থেটিক ওয়েল ধাচের, অর্গানিক নয়। ঘ্রাণ কাঁচা গোলাপের সাথে পুরোপুরি মিল রয়েছে। যারা প্রকৃত গোলাপ প্রেমি এবং গোলাপের ঘ্রাণের সাথে মিলে এমন আতর খুঁজছেন। তারা নিশ্চিন্তে নিতে পারেন। কর্পোরেট অফিস কিংবা বাসা, মসজিদ যেকোন স্থানে ব্যবহার উপযোগী।